পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ ১৭:১২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার ইসলামিক স্টাডিজ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও স্প্রিং-২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এমএ (২ বছর) প্রোগ্রামের ১৭তম ও ১৮তম ব্যাচের এবং এমএ (১বছর) প্রোগ্রামের ১২তম ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মাস্টার্স ও বি.এ অনার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্সের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পিইউবি’র ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার এবং রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ। ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. ইশতিয়াকুল আলম মামদূদ এর সভাপতিত্বে এবং ড. ইমতিয়াযুল আলম মাহফুজ এর সঞ্চালনায় বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ইসলামিক স্টাডিজ বিভাগের স্প্রিং-২০২৫ সেমিস্টারে একাডেমিক পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কৃত হন বিএ অনার্স প্রোগ্রামের শিক্ষার্থী কাজী রাদ রেদওয়ান, মানসুরা আক্তার মীম, আবু সালহে মোঃ নাসিম, আসাদুল্লাহ আল সাদিক এবং মোঃ আবুল হাসান মিয়াজী। এমএ (১বছর) প্রোগ্রামে পুরস্কৃতরা হলেন আয়েশা সিদ্দিকা এবং এমএ (২বছর) প্রোগ্রামে পুরস্কৃতরা হলেন মোছাঃ মোহনা খাতুন, মোঃ সোয়েব ইসলাম, মোঃ ফুয়াদ আল হাফিজ, চম্পা নন্দী এবং মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতির ভিত্তিতে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পুরস্কৃত ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন অতিথিবৃন্দ।