বগুড়ায় দাঁড়িপাল্লায় গণসংযোগ ও পথসভায় টিউবয়েল উপহার দিলো জামায়াত
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল শুক্রবার সকালে বগুড়া পৌর এলাকার ১৮নং ওয়ার্ডের মুগলিশপুর ও ফুলবাড়ী এলাকায় গণ সংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল আমিন, ১৮ নং ওয়ার্ড আমীর ইব্রাহিম হোসেন, সেক্রেটারী আরিফুর রহমান শুভ, ২নং ওয়ার্ড আমীর ডা. আবু বক্কর সিদ্দিক, জামায়াত নেতা রেজাউল করিম রেজা, আসাদুল হক, শ্রমিক নেতা সুমন প্রাং, স্বপন মিয়া, হযরত আলী প্রমুখ। মগলিশপুর পুজামন্ডপ এলাকায় পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, দেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশী। দেশটা আমাদের সবার। আমরা সবাই দেশকে সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাস্ট্রে পরিণত করতে চাই। আপনারা আমাদের সম্পদ। ফ্যাসিস্ট সরকার পালানোর পর আমাদের লোকজন আপনাদের পূজা মন্ডপ পাহারায় নিয়োজিত ছিল। অপর দিকে বিকেলে সাবগ্রাম হাটে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল গনসংযোগ করেন। পরে তিনি ফুলবাড়ী দকি।সণপাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণ সংযোগ কালে আমতলা মোড়ে এক পথসভায় তিনি বলেন, জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা করতে চায়। একবার সুযোগ দিয়ে দেখন। আমরা সন্ত্রাস চাঁদাবাজি করবো না করতেও দিবোনা। পরে তিনি আমতলা মোড়ে ১৮নং ওয়ার্ড জামায়াত আয়োজিত একটি টিউবয়েল বসিয়ে এলাকাবাসীকে উপহার দেন। এদিকে বিকেলে আবিদুর রহমান সোহেল শেখেরকোলা ইউনিয়নের বাঘোপাড়া পূর্ব এলাকায় গণসংযোগ করেন।