ভূমিকম্পে ঢাকায় নিহত ৩ জনের একজন বগুড়ার রাফিউল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ ১৭:১৮ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৩৪ বার।

সারাদেশের মতো শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে বগুড়া। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদী। আকস্মিক কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে। অনেকেই ঘর থেকে ছুটে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী থাকলেও মানুষের ভয়ের মাত্রা ছিল তীব্র।

 

রাজধানীর বংশালে এ ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের একজন বগুড়ার রাফিউল ইসলাম (২০)। তিনি গোহাইল রোডের সূত্রাপুর এলাকার ওসমান গনির ছেলে।

 

এদিকে, ভূমিকম্পের প্রভাবে বগুড়ায় সামান্য ক্ষতির তথ্য মিলেছে। কাহালু উপজেলার মুরইল এলাকায় সুনীল সরকারের বাড়ির লোহার গেইট ভেঙে পড়ে; তবে এতে কেউ আহত হয়নি। 

 

ভূমিকম্পের সময় সাধারণ মানুষের আতঙ্ক ছিল স্পষ্ট। শহরের নামাজগড় এলাকার বাসিন্দা মাহবুব হোসেন বলেন, ‘হঠাৎ দেখি বিছানা নড়ছে। কিছুই বুঝতে পারছিলাম না। তীব্রতা বুঝে সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে যাই।’

 

ফুলবাড়ি এলাকার গৃহিণী রিনা আকতার বলেন, ‘গ্যাস বন্ধ করেই নিচে নেমে যাই। বাচ্চারা খুব ভয় পেয়েছে। অনেকেই রাস্তায় দাঁড়িয়ে ছিল।’

 

শিববাটি এলাকার কলেজছাত্রী তানিয়া সুলতানা বলেন, ‘মনে হচ্ছিল বাড়িটা হেলে পড়বে। কয়েক সেকেন্ড হলেও মনে হয়েছে অনেক সময়।’

 

বগুড়া ফায়ার সার্ভিস জানিয়েছে, বড় ধরনের কোনো ক্ষতির খবর তাদের কাছে নেই।