তারেক রহমান মানবতার দূত, দেশের মানুষের হৃদয়ের কথা জানেন: বগুড়ায় রুহুল কবির রিজভী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫ ১৭:২৩ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৪ বার।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মানবতার দূত আখ্যায়িত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তারেক রহমানের জন্মদিন উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার বগুড়ায় আমরা বিএনপি পরিবার আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তৃতায় রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। তিনি বলেন, রাজনীতির মূখ্য উদ্দেশ্যে মানব সেবা। সেটাই তারেক রহমান তার কর্মকান্ডে বার বার প্রমাণ দিচ্ছেন। তিনি মানবতার হাইকমিশনার বা দূত হিসেবে কাজ করে যাচ্ছেন। 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে শহরের শহীদ খোকন পার্কে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচির পাশাপাশি হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয়। ব্যতিক্রমী এই অনুষ্ঠানে সভাপতিত্ব আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তারেক রহমানকে জুলাই বিপ্লবের পটভূমির রচয়িতা উল্লেখ করে আরও বলেন, ২০ নভেম্বর তাঁর জন্মদিন। কিন্তু তিনি কেক কাটতে নিষেধ করেছেন। এমনকি আড়ম্বরপূর্ণ কোন আয়েজন না করারও নির্দেশ দিয়েছেন। বরং তিনি জনগণের সেবা করার নির্দেশ দিয়েছেন। তারেক রহমান বাংলাদেশের হৃদয়ের কথা জানেন এবং বোঝেন। তিনি রাজনীতিকে মানুষের কল্যাণে পরিচালিত করতে চান। তিনি অনেক দূরে বসেও বাংলাদেশের কোন মানুষটি কি ধরনের দুঃখ-দুর্দশার মধ্যে রয়েছেন সেই খবর তিনি রাখছেন এবং তাকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের তীব্র সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে লুটের সা¤্রাজ্যে পরিণত করেছিলেন। সেকারণেই এস আলম নামে একটি ব্যবসায়িক গ্রুপের একজন প্রহরীর অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে। শেখ হাসিন তার দলের নেতা-কর্মীদের সঙ্গে বেঈমানী করেছেন উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, যারা তার (শেখ হাসিনা) জন্য মানুষের ওপর অত্যাচার করলো ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সবাইকে ফেলে তিনি শুধু তার বোনকে নিয়ে পালিয়ে গেছেন। যারা অপরাধী, যারা লুট করে, যারা মানুষ হত্যা করে যারা শিশুর রক্ত পান করে তারা যখন পতন দেখে তখন তারা নিজেদের লোকদের নিয়ে পালিয়ে যায়। পৃথিবীতে যুগে যুগে স্বৈরশাসকদের পরিণতিন এমনই হয়েছে। যারা নিজের দেশের সঙ্গে বেঈমানী করে, স্বাধীনতার সঙ্গে বেঈমানী করে যারা জনগণের রক্ত চুষে খায় তাদের পরিণতিন এমনই হয়।

সেবামূলক এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন— ড্যাবের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট চিকিৎসক ডাঃ মনোয়ার কাদির বিটু, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা