বগুড়ায় হাজারো রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো ইবনে সিনা হাসপাতাল
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় হাজারো রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো ইবনে সিনা হাসপাতাল কলোনী বগুড়া। শুক্রবার সকাল ৯টা-থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ২০ জন কনসালটেন্টের উপস্থিতিতে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার কলোনী বগুড়ার উদ্যোগে গরীব ও অসহায় রোগীদের মানব কল্যাণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থতি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: সলিমুল্লাহ আকন্দ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ইউনিট এর ডেপুটি ডিরেক্টর (মেডিকেল সার্ভিস) ডা. এ কে এম মাসুদ পারভেজ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক এনডিএফ বগুড়ার সভাপতি ডা. মো. লিয়াকত আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিটের ম্যানেজার এন্ড এডমিন ইনচার্জ হানিফ উদ্দিন আহমদ, জোনাল ইনচার্জ (বিজনেস ডিভলপমেন্ট) আলী আহম্মেদ, এইচআর ইনচার্জ ও ডি-ল্যাব বগুড়ার কর্পোরেট ইনচার্জ (বিডি), তাজনুর ইসলাম প্রমূখ। উক্ত ক্যাম্পে কনসালটেন্টগণ প্রায় হাজারো রোগীকে ফ্রি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করেন। এই সেবায় রোগীগণ খুবই সন্তুষ্টি প্রকাশ করেন এবং চিকিৎসা জগতের পথ প্রদর্শক ইবনে সিনা ট্রাস্টের উত্তর উত্তর উন্নতি কামনা করেন। লতিফপুর কালোনীর কোমর ব্যাথা নিয়ে আসা রমিছা বেওয়া (৮৫) বলেন, বাবা টাকা ছিলেনা। চিকিৎসা নিলাম কোন টাকা লাগলো না, খুব ভাল। ইবনে সিনার জন্য তিনি দোয়া করেন।