বগুড়ার ইতিহাসে আবারও ২য় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:১৭ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩১৮ বার।

বগুড়ার ইতিহাসে ২য় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার বিকাল তিনটার দিকে জেলায় সর্বোচ্চ ৪১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়৷ এর আগে গত ২৬ এপ্রিল বগুড়ায় ৪০ দশমিক ৮ ডিগ্রি এবং ১৯৮৯ সালে ৪৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল। 

 

 বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুর রশিদ।  

তিনি জানান, বগুড়ায় মঙ্গলবার ৪১ দশমিক ০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা বগুড়ার ইতিহাসে ২য় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগে ১৯৮৯ সালে ২১ শে এপ্রিল বগুড়ায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল। এছাড়াও ২৬ এপ্রিল ছিল ৪০ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা।  

 

তিনি আরও জানান, এ  তীব্র গরম চলমান থাকবে।  এজন্য বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম।