ইসরাইলের নতুন প্রধানমন্ত্রীকে হিব্রু ভাষায় মোদির অভিনন্দন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২১ ১৩:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৯ বার।

ইসরাইলের ১৩তম প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন উগ্র ডানপন্থী জাতীয়তাবাদী ইয়ামিনা পার্টির নাফতালি বেনেট। জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। 

 
ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদি বলেন, আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আসন্ন ৩০ বছর উদযাপন উপলক্ষে আমি আপনার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করছি। এই সাক্ষাতে ভারত এবং ইসরাইলে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি পাবে। 

গত মাসে ১১ দিন ধরে গাজায় একটানা বিমান হামলা চালায় যাচ ইসরাইল। এ নিয়ে বিশ্বজুড়ে ইহুদিরাষ্ট্রটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। তবে ভারতীয় নাগরিকদের একটি বড় অংশ ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে ইসরাইলের প্রতি সমর্থন জানায়। এই ভারতীয়রা মূলত দেশটির বিজেপি সরকারের সমর্থকগোষ্ঠী। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান আগ্রাসনের পক্ষে নানা যুক্তি দেখিয়ে পোস্ট দেয়। আবার অনেকে গাজায় ইসরাইলি হামলার পর আনন্দও প্রকাশ করে। 

মোদির শাসনামলের ২০১৫ সালে প্রথমবারের মতো গাজার সহিংসতা প্রশ্নে ইসরাইলবিরোধী ভোটাভুটিতে অংশ নেওয়া থেকে বিরত ছিল ভারত। কিন্তু ২০১৯ সালে প্রথমবারের মতো এক ফিলিস্তিনি সংগঠনের পর্যবেক্ষক মর্যাদা কেড়ে নেওয়ার ইসরাইলি দাবির পক্ষে ভোট দেয় ভারত। ওই বছরের জুন জাতিসংঘ ফোরামে লেবাননভিত্তিক ফিলিস্তিনি সংগঠন ‘শাহেদ’ এর পর্যবেক্ষক স্ট্যাটাসের কেড়ে নেওয়া প্রস্তাব দেয় ইসরাইল। ‘শাহেদ’ মানবাধিকার নিয়ে কাজ করলেও ইসরাইলের দাবি এটি একটি সন্ত্রাসী সংগঠন। ওই ভোটাভুটিতে ভারত ইসরাইলকে সমর্থন দেয়