বগুড়ার গাবতলীতে ৫টি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ৩

গাবতলী(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২১ ১৩:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৭৬ বার।

বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন থেকে চুরি হওয়া ১০টি গরুর মধ্যে ৫টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে গত রোববার রাতে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- গাবতলী উপজেলার কাগইল কৈঢোপ গ্রামের চাঁন মিয়ার ছেলে ঠান্ডা মিয়া ওরফে ঠান্ডা (৬০), আব্দুর রাজ্জাকের ছেলে মহিদুল ইসলাম (২৫) এবং শিবগঞ্জ উপজেলার ঘোগারপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে রুবেল (৪৫)। সোমবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 
থানা সূত্রে জানা গেছে, ৫ জুন রাতে উপজেলার কাগইল ইউনিয়নের বেড়েরঘোন গ্রামের ইউনুছ উদ্দিনের ছেলে কাগইল ইউপির সদস্য সাজেদুর রহমান শামীমের গোয়ালঘর হতে ২ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৪টি গরু চুরি হয়। এ ঘটনায় সাজেদুর রহমান শামীম অনেক খোঁজার পর ১৩ জুন রাতে মডেল থানায় একটি চুরির করেন। এরই প্রেক্ষিতে গত ১৩ জুন রাতে কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামে এক অভিযান চালিয়ে গরু চুরির সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করে।


এর আগে, ২ জুন দিবাগত রাতে কাগইল ইউনিয়নের বেড়েরঘোন গ্রামের আব্দুল গফুরের ছেলে রিপন মিয়ার ৯৫ হাজার টাকা মূল্যের ২টি গরু এবং গত ৮ই জুন রাতে একই গ্রামের আমির উদ্দিন প্রামানিকের ছেলে আব্দুর রাজ্জাকের ১ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ৪টি গরু চুরি হয়।

 
এ ব্যাপারে মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, কাগইল ইউনিয়নের বেড়েরঘোন গ্রামে ৩ জন কৃষকের তিনদিনের ব্যবধানে ৫ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের মোট ১০টি গরু চুরি হয়। পুলিশের অভিযানে ৫টি গরু উদ্ধার ও ৩ জন চোরকে গ্রেফতার করেছে। অন্য ৫টি গরু উদ্ধারের চেষ্টা এবং আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে জানান।