নওগাঁয় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২১ ১৩:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৩ বার।

নওগাঁয় ক্রমেই করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় আরো এক ব্যাক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলার মহাদেবপুর উপজেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু দাড়ালো ৫২ জনে। এদিকে একই সময়ে  নতুন করে ১০৭ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় মোট ৪০৫ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে নওগাঁ সদর হাসপাতালে এ্যান্টিজেন ২৩৭ জন এবং রাজশাহী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ১৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৬ দশমিক ৪১ শতাংশ। জেলা সিভিল সার্জন ডাক্তার এ বি এম আবু হানিফ সোমবার দুপুরে এই তথ্র নিশ্চিত করেছেন। 


নতুন আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১৮ জন, রানীনগর উপজেলায় ৬ জন, আত্রাই উপজেলায় ৮ জন, মহাদেবপুর উপজেলায় ১৫ জন, মান্দা উপজেলায় ২৩ জন, বদলগাছি উপজেলায় ১ জন, পত্নীতলা উপজেলায় ৮ জন, ধামইরহাট উপজেলায় ৮ জন, নিয়ামতপুর উপজেলায় ১২ জন, সাপাহার উপজেলায় ১ জন এবং পোরশা উপজেলায় ৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯৬৪ জন-এ। 


এ সময় সুস্থ্য হয়েছেন ২২ জন এবং এ পর্যন্ত সর্বমোট সুস্থ্য হয়েছেন ২ হাজার ২০৩ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৭৬১ জন। 
গত ২৪ ঘন্টায় জেলায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১৮১ জনকে এবং কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ জন। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ২ হাজার ১৫৯ জন।


এদিকে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়লেও সাধারণ মানুষের মধ্যে করোনা সংক্রমণ প্রতিরোধে তেমন কোন গুরুত্বই নেই। জেলার হাট-বাজার,সড়ক,ব্যবসা-প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। যানবাহনে যাত্রী পরিবহনে বিধি-নিষেধ কোন বালাই নেই বলে মন্তব্য করেন জেলা বাসদের আহবায়ক জয়নাল আবেদীন মুকুল। তিনি বলেন করোনা প্রতিরোধে সবচেয়ে বেশী মানুষকে সচেতন হতে হবে।