আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি হলেন নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২১ ১১:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৪ বার।

নওগাঁ-২(ধামইরহাট-পত্নীতলা) আসনের গণমানুষের জনপ্রিয় নেতা, সাবেক হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপিকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করা  হয়েছে। সোমবার জাতীয় সংসদের সিদ্ধান্তের আলোকে তাঁকে এই পদের দায়িত্ব অর্পন করা হয়। সাংসদ শহীদুজ্জামান সরকারের একান্ত সহকারী মিজানুর রহমান রানা সোমবার বিকেলে এই বিষয়টি নিশ্চিত করেন। এরআগে শহীদুজ্জামান সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ইতিপূর্বে ১০ম জাতীয় সংসদে তিনি হুইপের দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। এই খবর জানার পর এলাকার নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দ উৎসবের বন্যা।
এপ্রসংঙ্গে ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম,পৌর মেয়র আমিনুর রহমান,উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, যুবলীগ নেতা সোহেল রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরমসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 
এপ্রসংঙ্গে শহীদুজ্জামান সরকার এম.পি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,বাংলাদেশের মানুষের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত ¡পালন করেছি। একইভাবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় দায়িত্ব পালন করে যাবো। এর কোন ব্যাতয় হবে না ইনশাআল্লাহ।