বগুড়ায় করোনার সংক্রমণ বাড়ার দিনে আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ জুন ২০২১ ০৬:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৮ বার।

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আবু বকর সিদ্দিক(৭৫) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবির বিষ্ণুপুর  এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষিকাজ করতেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে বগুড়া টিএমএসএস হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগেরদিন  জেলায় করোনায় ৩জনের প্রাণহানি ঘটে। 

এছাড়া বগুড়ায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে।  জেলায় গত ২৪ ঘন্টায় ১৫২ নমুনার ফলাফলে নতুন করে ২৭জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৭ দশমিক ৭৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৬জন। নতুন আক্রান্ত ২৭জনের মধ্যে সদরের ১৬জন, মোহাম্মদ আলী হাসপাতালের ৫জন, টিএমএসএস হাসপাতালের ৪জন বাকি ২জন আদমদিঘী ও কাহালুর বাসিন্দা। শনিবার দুপুরে পুণ্ড্রকথাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ১৬৯ নমুনায় ২৩জন করোনায় শনাক্ত হয়েছিলেন। 

 

ডা. তুহিন জানান, ৮জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪৩টি নমুনায় ২৪জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯ নমুনায় ৩জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

 

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৫১৪জন এবং সুস্থতার সংখ্যা ১১ হাজার ৯৬৮জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩২৭জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২১৯জন।