ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁর দুটি মডেল মসজিদ শুভ উদ্বোধন করলেন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২১ ১৪:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৬ বার।

উপজেলা ও জেলা ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় মুজিব বর্ষ উপলক্ষে একদিনে সারা দেশে ৫০টি মসজিদ উদ্বোধনের অংশ হিসাবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁর সাপাহার ও পোরশা উপজেলা মডেল মসজিদ শুভ উদ্বোধন করেছেন।
ওইদিন সকাল সাড়ে দশটায় ধর্মবিষয়ক মন্ত্রনালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নব নির্মিত সাপাহার উপজেলা ও পোরশা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে ব্যাপক উ’সাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
এসময় সাপাহার মডেল মসজিদ প্রাংগনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক উত্তম কুমার রায়,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন,ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ বরকতুল্লাহ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমানসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লীগন। একই সময়ে পোরশা মডেল মসজিদ প্রাংগনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ,গণপূর্তের নিবাহী প্রকৌশলী আল মামুন হক,উপজেলা নির্বাহী অফিসার হামিদ রেজা,ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক সৈয়দ আমিন উদ্দীন মাহমুদ।  
জানা গেছে ২০১৫ সালের  ফেব্রুয়ারী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিজস্ব অর্থায়নে ৮হাজার ৭শ’২২ কোটি টাকা প্রাক্কলিত প্রকল্পটির অনুমোদনের পর ২০১৮ সালের ৫ এপ্রিল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৮টি বিভাগের ৯টি স্থানে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণ কাজ শুরু হয়। এর ধারাবাহিকতায় মুজিব বর্ষ উপলক্ষে সারাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে হতে আজ ৫০টি মডেল মসজিদের শুভ উদ্বোধন ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।