সেনাবাহিনী-সন্ত্রাসী গোলাগুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২১ ১৩:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬০ বার।

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারী সশস্ত্র বাহিনীর গোলাগুলি হয়েছে। মঙ্গলবার ভোররাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, আফিমসহ সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।


আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার মিনঝিড়ি পাড়া এলাকায় পাহাড়ের অরণ্যে একটি পাহাড়ি জুম ঘরে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের গোলাগুলি হয়েছে।

তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটে পাহাড়ে জঙ্গলে পালিয়ে যায়। পরে সন্ত্রাসীদের দুটি আস্তানা থেকে তল্লাশি করে রাশিয়ার তৈরি ২টি এসএমজি, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড এসএমজি এমোনিশন, ৩ রাউন্ড পিস্তল এমোনিশন, ১টি ছুরি, গাজা ও আফিম, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযানের নেতৃত্বদানকারী সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জোবায়ের শফিক জানান, সন্ত্রাসীদের একটি গ্রুপ পাহাড়ে জুম ঘরে অবস্থান করছে- এমন খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা পালিয়ে গেলে আস্তানা থেকে তল্লাশি করে অস্ত্র-গুলি সরঞ্জাম উদ্ধার করা হয়।