বগুড়ার জলেশ্বরীতলায় সুকন্যা ফ্যাশনে সাটার কেঁটে নগদ টাকা ও মালামাল লুট

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মে ২০২১ ১০:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৫৩ বার।

বগুড়ার জলেশ্বরীতলা এলাকার সুকন্যা ফ্যাশনে দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতের কোন এক সময় ঘটনাটি ঘটে। এতে দোকানে থাকা নগদ ১৫ হাজারসহ ২ লক্ষাধিক টাকার ঈদের কাপড় ও মালামাল লুট হয়েছে। 

লুটের ঘটনায় সুকন্যা ফ্যাশানের পরিচালক ইসরাত জাহান সোমবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

লিখিত অভিযোগে তিনি জানান, রোববার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানটি যথাযথ ভাবে তালাবদ্ধ করে রাখা হয়। তবে সোমবার সকালে প্রতিষ্ঠানটি খুলতে এসে উনারা দেখেতে পান সেখানে ভিন্ন সব তালা লাগানো আছে। পরে তারা উত্তর পাশের সাটার খুলে দেখতে পান সেখানে রাখা নগদ টাকা ও ২ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়ে গেছে৷ 

 

সুকন্যার পরিচালক ইসরাত পুণ্ড্রকথাকে জানান, ঘটনা শনাক্তের জন্য আমাদের সিসিটিভি ক্যামেরা ছিল। তবে ওই রাতে ঝড়ে তা অকার্যকর হয়ে যায়। 

তিনি অভিযোগ করে বলেন, জলেশ্বরীতলার ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে নাইট গার্ড কাজ করেন। এরজন্য আমরা মাসিক টাকাও দেয়। এতগুলো টাকার মালামাল লুট ত আর অল্প সময়ে হয়নি। সুতরাং নাইট গার্ডের দায়িত্বে অবহেলা আছে। 

 

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, সুকন্যা ফ্যাশনের ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমাদের সদর ফাঁড়ি পুলিশ ঘটনাটি নিয়ে কাজও করছে। চক্রটিকে ধরতে আমরা নজরদারি ও অভিযান চালাচ্ছি।