ঝড়ে পন্টুনের তার ছিঁড়ে মাইক্রোবাস পদ্মায়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২১ ০৯:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৩ বার।

দৌলতদিয়া ফেরিঘাটে ঝড়ো বাতাসে ৫ নম্বর পন্টুনের তার ছিঁড়ে একটি মাইক্রোবাস পদ্মা নদীতে পড়ে গেছে। মঙ্গলবার (১১ মে) বেলা ১১টার দিকে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মোন্নাফ বলেন, দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে ভেড়ানো ইউটিলিটি (ছোট) ফেরি মাধবীলতায় ঢাকাগামী মাইক্রোবাসটি উঠতে যায়। এ সময় কালবৈশাখী ঝড় শুরু হলে ঘাট থেকে পন্টুনের ডান পাশের তার ছিঁড়ে যায়। একই সঙ্গে পন্টুনের বাম পাশের খুঁটি ভেঙে পন্টুনটি পদ্মা নদীতে চলে যায়। এ সময় মাইক্রোবাসটি ফেরিতে ওঠার চেষ্টা করছিল। কিন্তু তার আগেই মাইক্রোবাসটি পেছনের দিকে গেলে সঙ্গে সঙ্গে পন্টুন থেকে সেটি নদীতে চলে যায়।

 

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম জানান, মাইক্রোবাসটিতে কোনো যাত্রী ছিল না। গাড়িটি উদ্ধারে কাজ চলছে।