মালিঙ্গাকে নিয়ে নতুন পরিকল্পনা শ্রীলঙ্কার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২১ ০৬:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১ বার।

ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। তবে টি-টোয়েন্টি ফরমেটকে এখনও বিদায় বলেননি তিনি। যদিও গত বছরের মার্চের পর কোনো ম্যাচ খেলা হয়নি তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না তিনি। এবার টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে মালিঙ্গাকে নিয়ে নতুন পরিকল্পনা করছে দেশটির ক্রিকেট বোর্ড। 

চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ আসরে মালিঙ্গাকে ফেরানোর পরিকল্পনা করছে দেশটির ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদ্য বিক্রমাসিংহে।

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাচক প্রমোদ্য বিক্রমাসিংহে বলেন, আমরা শিগগিরই মালিঙ্গার সাথে কথা বলব। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় সে আছে। এছাড়াও আমরা ২০২৩ বিশ্বকাপের কথা ভেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছি। সেখানে আমরা বয়স এবং ফিটনেস বিবেচনায় টিম কম্বিনেশন ঠিক করব।

ওয়ানডের পরিকল্পনায় মালিঙ্গা নেই। কারণ ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ দিয়ে বিদায় নিয়েছেন এই ফরমেট থেকে। 

টি টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে মালিঙ্গা জানান, নির্বাচকদের সঙ্গে খুব দ্রুতই আলোচনায় বসব। টি-টোয়েন্টি খেলার জন্য আগ্রহ এখনও আছে। জাতীয় দলে আমার মতো সিনিয়র ক্রিকেটারকে নিয়ে নির্বাচকদের পরিকল্পনা কী, সেটা শুনতে চাই। নিজেকে প্রমাণের সুযোগ এখনো আছে আমার।