শনাক্ত ১৪

বগুড়ায় করোনা কেড়ে নিল আরো ২জনের প্রাণ, মোট মৃত্যু ৩০১

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ মে ২০২১ ০৬:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৮ বার।

বগুড়ায় করোনায় মৃত্যুর সংখ্যা কমছেই না। গেল ২৪ ঘন্টায় জেলায় করোনার থাবায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- বগুড়ার গাবতলী এলাকার আব্দুস সাত্তার(৫০) এবং কাহালু উপজেলার মেরিনা(৫৫)। এরা দু'জনই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই নিয়ে জেলায় করোনায় মোট প্রাণহানি ৩০১জনে দাঁড়ালো। 

এছাড়া বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত কমেছে।  ১৭০ নমুনার ফলাফলে নতুন করে ১৪জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৮দশমিক ২৩ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৩জন। নতুন আক্রান্ত ১৪জনের মধ্যে সদরের ১২জন এবং বাকি ২জন দুপচাঁচিয়ার বাসিন্দা। রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় সীমিত নমুনায় একজন করোনায় শনাক্ত হয়েছিলেন। 

 

ডা. তুহিন জানান, ৮ মে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৩টি নমুনায় ১৩জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ৭ নমুনায় একজনের পজিটিভ এসেছে।   

 

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৯৭৮জন এবং সুস্থতার সংখ্যা ১১হাজার ৯২জনে দাঁড়িয়েছে। এছাড়া বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৮৬জন।