নওগাঁয় সোস্যাল এইডের খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২১ ১০:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭০ বার।

নওগাঁয় করোনা ভাইরাসে অসহায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ ও নিম্ন আয়ের ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের কেড়ি স্কুল মাঠে আন্তর্জাতিক দাতা সংস্থা ‘মুসলিম হেলফেন‘ জার্মান এর অর্থায়নে বে-সরকারী উন্নয়ন সংস্থা সোশ্যাল এইড বাংলাদেশ এর উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে-১৫ কেজি সরুচাল, ১ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডিটারজেন পাউডার, ৪টি ডেটল সাবান ও ১টি বালতি। প্রধান অতিথি হিসাবে স্বাস্থ্য বিধি মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন নওগাঁর জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, রানির প্রধান নিবাহী ও সোস্যাল এইডের উপদেষ্টা ফজলুল হক খান, বিশিষ্ট সমাজসেবক ও রানির উপদেষ্টা মোশাররফ হোসেন চৌধুরী, এটিএন বাংলার সাংবাদিক রায়হান আলমসহ সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।