বগুড়া শহরের বড়গোলায় ৫তলা থেকে লাফিয়ে এক ব্যক্তির আত্মহত্যা(ভিডিও)

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ মে ২০২১ ১৪:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৭৮ বার।

বাবার মৃত্যুতে মানসিকভারসাম্য হারিয়ে ফেলা বগুড়ায় টমাস সরকার (৩৮) নামে এক ব্যক্তি সোমবার বিকেলে পাঁচতলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বড়গোলা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত টমাস সরকার শহরের চকসুত্রাপুর নামাজগড় এলাকার হাফিজার রহমান সরকারের ছেলে।

মহিদুর রহমান মুক্তা নামে এক ব্যবসায়ী জানান, বড়গোলায় ৭তলা বিশিষ্ট একটি বাণিজ্যিক ভবনের (যার নিচে এলজি-বাটারফ্লাই এর শো-রুম রয়েছে) পেছনে প্লাস্টারের কাজ চলছে। সেজন্য ভবনের পেছনে নিচ থেকে ৭তলা পর্যন্ত বাঁশ লাগানো রয়েছে। বেলা সোয়া ৩টার দিকে হঠাৎ শোনা যায় এক ব্যক্তি সেই বাঁশ বেয়ে ৫তলা পর্যন্ত উঠে গেছে। তখন ওই ভবনে থাকা কর্মীরা উপরে গিয়ে তাকে নেমে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তিনি তাতে কর্ণপাত না করে উল্টো আত্মহত্যার হুমকি দেন। তখন ৯৯৯-এ খবর দেওয়া হয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভবনের ৫তলার ওপর উঠে বাঁশ ধরে থাকা লোকটিকে নিরাপদে নেমে আসতে বলেন। কিন্তু ওই লোকটি তাতে সাড়া না দেয়নি। উদ্ধার তৎপরতায় নেতৃত্ব দেওয়া বগুড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, আমরা ওই লোকটিকে উদ্ধারের জন্য ভবন থেকে বাঁশ পর্যন্ত মই স্থাপনের চেষ্টা করেছিলাম। কিন্তু তার আগেই তিনি দু’ হাত ছেড়ে দেন। মুহুর্তেই নিচে একতলা ভবনের ছাদে পড়ে তার মাথা ফেটে যায়। দ্রæত তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, হাসপাতালে আনার আগেই ওই লোকটির মৃত্যু হয়। তিনি বলেন, তাকে ৪টা ২৮ মিনিটে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়েছিল। তিনি বলেন, ‘ময়না তদন্তের জন্য তার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপতালে পাঠানো হয়েছে।’

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ঘটনার পর থেকেই তারা লোকটির পরিচয় জানার চেষ্টা করে যাচ্ছিলেন। এক পর্যায়ে অবশ্য তার নাম ও পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেন। তিনি বলেন, ‘পরিবারের সদস্যরা জানিয়েছেন টমাস সরকার মানসিক ভারসাম্যহীন ছিলেন।’

টমাস সরকারের বড় ভাই শামীম সরকার জানান, তারা ৫ ভাই ২ বোন। ছয় বছর আগে তার বাবার মৃত্যুর পর থেকে সবার ছোট টমাস সরকার মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তিনি বলেন, ‘টমাস এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।’