বগুড়ায় মামুনুল হকের পক্ষে স্ট্যাটাসঃ চাকরি হারালেন ইমাম

আমিনুল ইসলাম শ্রাবণ
প্রকাশ: ২০ এপ্রিল ২০২১ ১২:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮০৭ বার।

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মুর্শিদুল ইসলাম হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাকুরি হারিয়েছেন। ইমাম মুর্শিদুল ইসলাম উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের গোলাম রহমানের ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ও মসজিদ কমিটির সভাপতি ডাঃ হাসানুল হাছিব স্বাক্ষরিত চাকুরি থেকে অব্যহতি প্রদানের পত্রটি মঙ্গলবার দুপুরে দিকে ইমামের হাতে পৌঁছেছে। 

 

স্থানীয় সুত্রে জানা গেছে, মুর্শিদুল ইসলাম প্রায় ১২বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জামে মসজিদে ইমামতির চাকুরির সুবাদে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে পরিবার নিয়ে অবস্থান করতেন। 

 

বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারী কেলেঙ্কারী নিয়ে ওই দিনই ইমাম মুর্শিদুল ইসলাম তাঁর নিজ নামীয় ফেসবুক পেজে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেন। এ বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির লোকজন ও সরকারী দলের নেতাকর্মীদের নজরে আসে। পরে এ বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দেওয়ায় পরিস্থিতি মোকবেলায় ইমামকে সাময়িকভাবে চাকুরি থেকে বরখাস্ত করা হয়। পরবর্তিতে এ বিষয়টি নিয়ে ১৮ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মসজিদ কমিটির সকল সদস্য, মুসল্লি ও সরকারি দলের স্থানীয় নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈঠক করে সর্ব সম্মতিক্রমে ইমাম মুর্শিদুল ইসলামকে চাকুরিচ্যুত করা হয়েছে।

 

এ বিষয়ে মুর্শিদুল ইসলাম বলেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হেনস্তা করার দৃশ্য দেখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। সেই স্ট্যাটাসে সরকার বিরোধী কোন কথা ছিল না। পরবর্তীতে ভুল বুঝতে পেরে ফেসবুক থেকে সেই স্ট্যাটাস মুছে ফেলে মসজিদ কমিটির সদস্যদের নিকট ক্ষমা চেয়েছিলাম। কিন্ত তারা আমাকে ক্ষমা না করে চাকুরিচ্যুত করেছেন।

 

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিব বলেন, মসজিদ কমিটির সদস্য, উপজেলা প্রশাসন ও সরকারি দলের নেতাকর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী মুর্শিদুল ইসলামকে চাকুরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে। একই সাথে তাকে সরকারি বাসা ছেড়ে দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।