টেস্ট লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা, একাদশে পরিবর্তনের আভাস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২১ ০৭:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৩ বার।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার (২১ এপ্রিল) মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

সোমবার (১৯ এপ্রিল) ক্যান্ডিতে পৌঁছেছে বাংলাদেশ দল। টেস্ট শুরুর ২৪ ঘণ্টাও বাকি নেই কিন্তু এখনও টেস্টের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। যদিও দু'দিনের প্রস্তুতি ম্যাচের পরই দল দেওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে, প্রথম টেস্টে সুযোগ পাবেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। 

তবে পাল্লেকেলের উইকেট বিবেচনায় নিয়েই গড়া হবে মূল একাদশ। যেখানে প্রাধান্য পেতে পারেন পেসাররা। রাহী ও এবাদতকে নিয়ে একাদশ সাজাতে পারে টাইগাররা। বাংলাদেশের খেলা সবশেষ টেস্টের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামার সম্ভাবনা আছে। 

দু'দলের মুখোমুখি ২০ দেখায় ১৬টিতে জয় স্বাগতিক শ্রীলঙ্কার, বাংলাদেশ জিতেছে একটিতে। পাল্লেকেলে স্টেডিয়ামে লঙ্কানদের রেকর্ডও খুব একটা ভালো না। এই স্টেডিয়ামে খেলা ৭ টেস্টের মাত্র ১টিতে জিতেছে শ্রীলঙ্কা।