রাণীনগরে বোরো ধান কর্তনের উদ্বোধন

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ২০ এপ্রিল ২০২১ ০৬:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭০ বার।

নওগাঁর রাণীনগরে চলতি বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ছয়বাড়িয়া মাঠে জমি থেকে ধান কেটে উদ্বোধন করেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল ।
কৃষি অফিস সুত্র জানায়,চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে ১৮ হাজার ৮শত হেক্টর জমিতে ধান রোপন করা হয়েছে। জিরাশাইল,কাটারিভোগসহ কয়েক জাতের ধান রোপন করেছেন কৃষকরা। ইতি মধ্যে প্রায় ৬০ শতাংশ ধান পেকে গেছে। চলতি মৌসুমে উৎপাদন লক্ষ মাত্রা ধরা হয়েছে ৭৭ হাজার ৮৫০ মেট্রিক টন ধান উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে । কৃষি বিভাগ রাণীনগর উপজেলার আয়োজনে বোরো ধান কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।