টিকা নেয়ার পরও কেন করোনা আক্রান্ত হচ্ছে মানুষ?

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২১ ১২:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৩ বার।

রাজধানীর করোনা হাসপাতালগুলোতে গত কয়েকদিনের তুলনায় রোগী বেড়েছে কয়েকগুণ। কোনো কোনো ক্ষেত্রে করোনার টিকা গ্রহীতারাও আক্রান্ত হচ্ছেন কোভিড-১৯ এ। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেয়ার পর স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্ত হবার শঙ্কা থেকেই যাবে।

বেসরকারি চাকরিজীবী কবির হোসেন সপরিবারে করোনায় আক্রান্ত হন ১৪ মার্চ। স্বাস্থ্যবিধি মানলেও জনসমাগম এড়াতে না পারার কারণেই আক্রান্ত হন তারা। যদিও এর মাত্র দশদিন আগে করোনার টিকা নেন তিনি ও তার স্ত্রী।

কবির হোসেন বলেন, ‘আমার মনে হয় আমি পাবলিক ট্রান্সপোর্ট থেকে করোনায় আক্রান্ত হয়েছি। কারণ অফিসের যাওয়ার সময় আমাকে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হয়।’

গত সপ্তাহেও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যেখানে সক্ষমতার থেকে রোগীর সংখ্যা ছিল প্রায় অর্ধেক। ১৬ মার্চ থেকে হঠাৎ করেই ২৫০ শয্যার এ হাসপাতালে রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩৩৯ এ। রাজধানীর প্রায় প্রতিটি হাসপাতালেই ফাঁকা নেই আইসিইউ।

বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন নেয়ার পর স্বাস্থ্যবিধি না মানার কারণেই আবারও করোনায় আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ।

মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘টিকা নিলেও আমাদের স্বাস্থ্যবিধি কিন্তু মানতে হবে। অনেকে মনে করেন, টিকা যেহেতু নিছি আর স্বাস্থ্যবিধি মানার দরকার নাই আমার, আমি মনে হয় আর করোনায় আক্রান্ত হবো না। এই তথ্যগুলো সম্পূর্ণ ভুল।’

তিনি আরও বলেন, ‘সংক্রমণ কিন্তু কমে আসছিল। আমরা জনগণ যেমন অনেকটা উদাসীনভাবে চলাফেরা করছি তেমনি সরকারের মধ্যে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই।’

দেশের বাইরে থেকে যারা আসছেন তাদের কঠোর মনিটরিং এর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।