বগুড়ায় এসওএস শিশু পল্লীর উদ্যোগে ৫৪২টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৪ মার্চ ২০২১ ১৪:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৯ বার।

বগুড়ায় এসওএস শিশু পল্লীর উদ্যোগে “সাপোর্ট কোভিড-১৯ রেসপন্স ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের আওতাধীন ৪র্থ পর্বের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বগুড়া এসওএস শিশু পল্লীর পরিচালক মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান শিশুপল্লীর চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। “সাপোর্ট কোভিড-১৯ রেসপন্স ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের মাধ্যমে এসওএস সামাজিক কেন্দ্র বগুড়ার পরিবার শক্তিশালীকরন কর্মসূচির আওয়াতাধীন সুবিধাভোগী ৫শত ৪২টি পরিবারের মাঝে নগদ অর্থ,খাদ্য সামগ্রী,হাইজিন কিটস ও মাস্ক সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বগুড়া এসওএস হারম্যান মেইনার কলেজের অধ্যক্ষ অখিল চন্দ্র কুন্ডু, উপাধ্যক্ষ শীতল কুমার সরকার, এসওএস সামাজিক কেন্দ্রের প্রোগ্রাম অফিসার ফয়সাল করিম, সহকারি অফিসার মকলেছুর রহমান, মিঠুন কুমার দত্ত ও আয়শা সিদ্দিকাসহ এসওএস শিশু পল্লী বগুড়ারর বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।