বগুড়ায় করোনার টিকা নিলেন ১৮৮৭

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ মার্চ ২০২১ ১৪:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৬ বার।

বগুড়ায় একদিনে  ১ হাজার ৮৮৭জন করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ১১৮জন এবং বাকি ৭৬৯জন নারী। এছাড়া করোনার টিকা পেতে একদিনে ৩ হাজার ৯৮ জন রেজিষ্ট্রেশন করেছেন। 

 

জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, ৪ মার্চ সদর উপজেলায় টিকা নিয়েছেন ৬১০জন। এদের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে ৩৩০জন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ২০০জন এবং বগুড়া পুলিশ হাসপাতালে টিকা নিয়েছেন ৮০জন। এছাড়া অন্যান্য উপজেলাগুলোর মধ্যে শাজাহানপুরে ২৭০জন, শেরপুরে ১৩০জন, ধুনটে ৫০জন, গাবতলীতে ৯৭জন, সারিয়াকান্দিতে ১২০জন, সোনাতলায় ৮০জন, শিবগঞ্জে ১১০জন, আদমদিঘীতে ১০০জন, দুপচাঁচিয়ায় ১১০জন, কাহালুতে ১২০জন এবং নন্দীগ্রামে ৯০জন টিকা নিয়েছেন। 

 

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় গত ৭ ফেব্রুয়ারি থেকে  এখন পর্যন্ত জেলায় করোনার টিকা নিয়েছেন ৫৯ হাজার ৩৪৩জন। এছাড়া টিকা পেতে রেজিস্ট্রেশন করেছেন ৮৩ হাজার ৫৫৭জন।