প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্ঠা এইচ.টি ইমামের মৃত্যুতে বগুড়া জেলা আওয়ামী লীগ এর শোক

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৪ মার্চ ২০২১ ১৩:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৭ বার।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্ঠা ও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রীপরিষদ সচিব হোসেন তৌফিক ইমাম (এইচ.টি.ইমাম) অদ্যই ০৪/০৩/২০২১ইং তারিখে রাত্রি আনুমানিক ১:১৫ মিনিটে রাজধানী সম্মিলিতি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিবৃতিদাতারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

বিবৃতিদাতারা মহান এই ব্যক্তির বর্ণাঢ্য কর্মময় জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করে জানান, দেশে একটি নত্রের চিরবিদায়  হলো। মহান মুক্তিযুদ্ধে ও স্বাধীনতা উত্তর বাংলাদেশে এইচ.টি ইমামের অসামান্য অবদান দেশ ও জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা হিসাবেও তিনি অত্যন্ত দতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন এবং স্বাধীনতা উত্তর ও স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে তিনি কার্মেেত্র সফল হয়েছেন। তার মত বিচণ ব্যক্তির মৃত্যু দেশের জন্য অপূরণীয় তি। 

আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।