বগুড়া থেকে চুরি যাওয়া গরু সিরাজগঞ্জে উদ্ধারঃ গ্রেফতার ২

শেরপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২১ ১৩:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৭০ বার।

বগুড়ার শেরপুর থেকে চুরি যাওয়া গরু সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড়পুকুরিয়া এলাকা থেকে উদ্ধার হয়েছে। এসময় আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (০৩মার্চ) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (০৪মার্চ) বেলা বারোটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার বড়পুকুরিয়া গ্রামের আব্দুর রহিম উদ্দিন সরকারের ছেলে বাদশা মিয়া (৫৫) ও একই গ্রামের ছকির উদ্দীনের ছেলে হাফিজুর রহমান (৩০)।


শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম শহিদ এই তথ্য নিশ্চিত করে জানান, বিগত ০৩মার্চ দিনগত রাতে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সীমাবাড়ী বাজারস্থ ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন গোলাম রহমানের খামারে হানা দেয় একদল গরুচোর। এরপর খামারের তালা ভেঙে ভেতরে ঢুকে একটি বাছুর ও দুই গরু ট্রাকে তোলা হয়। পরে ঘটনাটির খবর পেয়ে ওই রাতে মহাসড়কে টহলরত পুলিশের দলটি চোরাই গরুবোঝাই ট্রাকটি ধরতে ধাওয়া করেন। কিন্তু পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে ট্রাকটি নিয়ে দ্রুত সিরাজগঞ্জের দিকে চলে যায় তারা।
পরে ঘটনাটি জানিয়ে সিরাজগঞ্জের সব থানায় বেতার বার্তার মাধ্যমে জানানো হয়। একপর্যায়ে কামারখন্দ উপজেলার বড়পুকুরিয়া গ্রামস্থ বাদশার বাড়িতে গরুগুলো থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর শেরপুর ও কামারখন্দ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চুরি যাওয়া গরুগুলোসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য। চুরির বিষয়গুলো জানতে তাদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই রিমাণ্ড চেয়ে বৃহস্পতিবার বিকেলেই গ্রেপ্তারকৃতদের বগুড়ায় আদালতে হাজির করা হলে আদালত চারদিনের রিমাণ্ড মঞ্জুর করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।