বগুড়ায় ৯৬ নমুনায় শনাক্ত ৫, সুস্থ ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৬:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৯৬টি নমুনার ফলাফলে নতুন করে ৫জন করোনায় শনাক্ত হয়েছেন।  একই সময়ে সুস্থ হয়েছেন ৩জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৫ জনের সবাই সদরের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। 

তিনি জানান, ২২ ফেব্রুয়ারি জেলার দুইটি পিসিআর ল্যাবে মোট ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৫টি নমুনায় ৫জনের পজিটিভ এবং টিএমএসএস ল্যাবে এক নমুনায় নেগেটিভ এসেছে। 

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯ হাজার ৯৭৯জন এবং সুস্থতার সংখ্যা ৯হাজার ৬৯৪জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৫০জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩৫জন।