শহিদ দিবসে বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৩:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৯ বার।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস উপলক্ষ্যে বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সংগঠনের জেলা শাখার উদ্যোগে শহরের জলেশ্বরীতলায় সমিতির কার্যালয়ে ওই আলোচনা সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য ও স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়।

সমিতির বগুড়া জেলা শাখার চেয়ারম্যান শামসুল হুদা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও সমিতির সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম। সভায় তিনি বলেন, ভাষার জন্যে কোন জাতি জীবন দিয়েছে তা সারা পৃথিবীতে বিরল যা একমাত্র এই বাংলার মাটিতেই হয়েছে। এই বাংলার স্বাধীনতা অর্জনের প্রথম অনুপ্রেরণা তথা মুক্তির অগ্নিশিখার প্রথম আলো ছিলো ভাষা আন্দোলন যা পরবর্তীতে সকল আন্দোলনের প্রেরণা যুগিয়েছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো: নওয়াব আলী। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সমিতির ভাইস চেয়ারম্যান যথাক্রমে অধ্যাপক মোজাম্মেল হক ও অধ্যাপক আব্দুল গফুর, সদস্যবৃন্দ যথাক্রমে আবিদুর রহমান, এ.বি.এম আব্দুর রশিদ, আব্দুস সামাদ ও আকতার হোসেন। পরিশেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সভায় দোয়া কামনা করা হয়।