জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ১ম স্থান অর্জন

রোবট বানালেন আজিজুল হক কলেজের দুই শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২১ ১৩:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬০৬৭ বার।

বগুড়ায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে 'পরিবেশের চিকিৎসক' নামে রোবট বানিয়ে প্রথম হয়েছেন দুই শিক্ষার্থী । শিক্ষার্থীরা হলেন- দলনেতা  আবির ইসলাম এবং তার সহকারি নুসরাত জাহান নিতু। তারা দুজনই সরকারি আজিজুল হক কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ।  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বগুড়া জেলায় সিনিয়র গ্রুপে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এরপর আবির ও নিতু  বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় বগুড়ার প্রতিনিধিত্ব করবে। 

আবির ইসলাম জানান, তাদের প্রকল্পের নাম Doctor of Environment অর্থাৎ পরিবেশের চিকিৎসক।  এই প্রকল্পের মাধ্যমে একটি এলাকার বায়ু দূষণ মাত্রা নির্ণয় করার পাশাপাশি তাপমাত্রা, আদ্রতা  বিবেচনায় কোন পরিবেশে বসবাস করা নিরাপদ হবে তা নির্ণয় করা সম্ভব। পাশাপাশি রোবটটি কোন বিষাক্ত গ্যাস পেলে স্প্রে করার মাধ্যমে সেই গ্যাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম। এছাড়াও রোবটটিতে একটি হাত(Hand) রয়েছে যা পরিবেশ থেকে ক্ষতিকর বর্জ্য সরাতে সক্ষম।

আবির আরও জানান, তারা  রোবটটির জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছে । রোবটটি কোন এলাকায় আছে সেই এলাকার বায়ু দূষণ মাত্রা কেমন এছাড়াও এলাকাটি বসবাসের উপযোগী কিনা সে সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে রোবটটি ওয়েবসাইটে প্রেরণ করতে পারে । এছাড়া  এই রোবটটি জলবায়ু পরিবর্তন রোধে এবং বায়ু দূষণ রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী তাদের অভিনন্দন জানিয়ে বলেন, 'তারা সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ হবে এই কামনা করি।'