নন্দীগ্রামে শ্রমজীবীদের স্যালাইন ও পানি দিল পৌর আওয়ামী লীগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৪ ১৭:৪৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

 বগুড়ার নন্দীগ্রামে প্রচণ্ড তাপদাহে অস্বস্তিতে থাকা দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছে পৌর আওয়ামী লীগ। 

আজ দুপুরে পৌর এলাকার ওমরপুর বাসস্টান্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন। 

অসহনীয় গরমে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্নআয়ের মানুষ। কাঠফাটা রোদে তৃষ্ণা মেটাতে শিক্ষার্থী, পথচারিসহ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতারা। 

ওমরপুর বাসস্টান্ডে দুই শতাধিক খেটে-খাওয়া শ্রমজীবীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়। 

এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, পৌর আওয়ামী লীগ নেতা দুলাল হোসেন, রুবেল আহমেদ, আজমীর হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক মাহমুদ আলী, মৎস্যজীবী লীগ নেতা মাহবুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।