বগুড়ায় চাকুর আঘাতে শিশুকন্যা নিহত, বাবা আটক

কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ ১৭:১৫ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৯৬ বার।

বগুড়ায় শাসন করার সময় ব্যাগে থাকা চাকুর আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাহিমুনি। সে ওই এলাকার আব্দুর রহিমের মেয়ে। এ ঘটনায় জড়িত আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কাহালু থানার ইন্সপেক্টর(তদন্ত) আশরাফুল ইসলাম। 

পুলিশের এই কর্মকর্তা জানান, আব্দুর রহিম বিভিন্ন পুকুরে নেট দিয়ে ঘিরে দেওয়ার কাজ করতো। এজন্য কাজে যাওয়ার সময় তিনি ব্যাগে একটি ধারালো চাকু রাখেন। মঙ্গলবার সকালে পড়াশোনা না করার কারণে আব্দুর রহিম তাঁর মেয়ে রাহিমুনিকে শাসন করেন। এসময় রাগের মাথায় চাকু নেই ভেবে ওই ব্যাগ দিয়ে রাহিমুনিকে আঘাত করেন। তখন ওই ব্যাগে থাকা ধারালো চাকু রাহিমুনির পেটে ঢুকে যায়। পরে তাকে প্রথমে কাহালু হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, এ ঘটনায় আব্দুর রহিমকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।